জল ‘চুরি’ রুখতে পদক্ষেপ

পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে সোমবার অভিযানে গিয়ে তিনটি বাড়ি থেকে পাম্প বাজেয়াপ্ত করেন কর্মীরা। দেখা যায়, ওই পাম্প ব্যবহার করে অতিরিক্ত জল টেনে নেওয়া হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৫
Share:

মূল পাইপলাইন থেকে জল টানার পাম্প। নিজস্ব চিত্র

জল ‘চুরি’র ঘটনা বরদাস্ত করা হবে না। এর পুনরাবৃত্তি হলে আইনানুগ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বিধাননগর পুর কর্তৃপক্ষ।

Advertisement

পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে সোমবার অভিযানে গিয়ে তিনটি বাড়ি থেকে পাম্প বাজেয়াপ্ত করেন কর্মীরা। দেখা যায়, ওই পাম্প ব্যবহার করে অতিরিক্ত জল টেনে নেওয়া হচ্ছিল। পুরসভার অনুমান, একাধিক বাড়িতে এমন ঘটছে। কিছু দিন ধরেই জল মিলছে না বলে বাসিন্দারা পুরসভায় অভিযোগ করছিলেন। এর পরেই মেয়র কৃষ্ণা চক্রবর্তী স্থানীয় কাউন্সিলর জয়দেব নস্কর ও আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। এমন আরও অভিযান হবে বলে জানিয়েছে পুরসভা।

মেয়র মঙ্গলবার জানান, জলের অভাব নেই। তা সত্ত্বেও বাসিন্দারা জল পাবেন না, এটা বরদাস্ত করা হবে না। পুরসভা সূত্রের খবর, প্রাথমিক ভাবে জরিমানার ভাবনাচিন্তা চলছে। তাতেও কাজ না হলে আইনি পদক্ষেপ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement