প্রতীকী ছবি।
আনন্দপুরের নোনাডাঙায় এক যুবককে খুনের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল আনন্দপুর থানার পুলিশ। ধৃতের নাম বুবাই শর্মা (৩২)। সোমবার সকালে আনন্দপুর এলাকা খেকেই তাকে গ্রেফতার করা হয়। গত রবিবার মঙ্গল মণ্ডল নামে আরও এক জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এখনও পর্যন্ত বিশ্বজিৎ জানা নামে ওই যুবককে খুনের ঘটনায় মোট দু’জনকে গ্রেফতার করা হল। সোমবার ধৃত দু’জনকে আলিপুর আদালতে তোলা হলে তাদের আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রের খবর, ধৃত বুবাই আদতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা। তবে সে ভিআইপি নগরের কাছে ভাড়া থাকত। বেশ কয়েক বছর আগে সে নোনাডাঙা এলাকার এক জনকে বিয়ে করে। বিয়ের কিছু দিন পর থেকে শ্বশুরবাড়িতে থাকছিল সে। কিন্তু দিনরাত মদ্যপান করায় কয়েক সপ্তাহ আগেই শ্বশুরবাড়ি থেকে বুবাইকে তাড়িয়ে দেওয়া হয়। তার পর থেকেই এ দিক-ও দিক ঘুরে বেড়াত ওই যুবক।
গত রবিবার আনন্দপুর থানার নোনাডাঙা এলাকা থেকে উদ্ধার করা হয় পেশায় অটোচালক বিশ্বজিতের দেহ। তাঁর মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে মঙ্গল ও বিশ্বজিতের মধ্যে বচসা চলাকালীন ওই এলাকা দিয়ে যাচ্ছিল বুবাই। মঙ্গল সে সময়ে তাকে ডেকে নেয়। এর পরে দু’জনে মিলে বিশ্বজিৎকে মারধর ও মাথায় আঘাত করে বলে অভিযোগ। সে সময়ে মঙ্গল ও বুবাই মত্ত অবস্থায় ছিল বলে তদন্তে জেনেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ থেকেও ঘটনার সময়ে বুবাইয়ের সেখানে থাকার প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।