বিধাননগর পুরসভার চেয়ারপার্সন হলেন অনিতা মণ্ডল। তাঁর নাম আগেই ঘোষণা করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার তিনি চেয়ারপার্সন পদে শপথ নিলেন। এ দিন তাঁর সঙ্গে ডেপুটি মেয়র হিসেবে তাপস চট্টোপাধ্যায় এবং সাত জন মেয়র পারিষদও শপথ নিয়েছেন। মেয়র পরিষদে একমাত্র নতুন মুখ সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী।
এ দিন দুপুরে বিধাননগর পুর ভবনে ওই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। চেয়ারপার্সনকে শপথবাক্য পাঠ করান পুর কমিশনার পৃথা সরকার। ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদদের শপথবাক্য পাঠ করান মেয়র কৃষ্ণা চক্রবর্তী। মেয়র পারিষদ হিসেবে শপথ নেন সুধীর সাহা, দেবাশিস জানা, প্রণয় রায়, বীরেন্দ্রনাথ বিশ্বাস, রাজেশ চিরিমার, রহিমা বিবি (মণ্ডল) এবং দেবরাজ চক্রবর্তী।
জুলাইয়ে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সব্যসাচী দত্ত। তার পরে এক মেয়র পারিষদ (ক্রীড়া ও যুবকল্যাণ) প্রসেনজিৎ সর্দারও তাঁর পদ থেকে ইস্তফা দেন। মেয়র পদে কৃষ্ণা চক্রবর্তীকেই বেছে নেওয়া হয়। প্রসেনজিৎ সর্দার ইস্তফা দেওয়ায় তাঁর জায়গায় অন্তর্ভুক্ত করা হয় দেবরাজ চক্রবর্তীকে। পুরসভা সূত্রের খবর, মেয়র পারিষদেরা আগে যে যেমন পদে ছিলেন, সেই পদেই তাঁদের বহাল রাখা হয়েছে। দেবরাজকে ক্রীড়া ও যুবকল্যাণের দায়িত্ব দেওয়া হয়েছে।