Accidental Death

গাছে জল দিতে গিয়ে পড়ে মৃত বৃদ্ধ

স্থানীয়েরা জানিয়েছেন, বারান্দার রেলিং নিচু থাকায় গাছে জল দেওয়ার সময়ে কোনও ভাবে বেসামাল হয়ে পড়ে যান ওই বৃদ্ধ। শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০৬:২৪
Share:

—প্রতীকী চিত্র।

আবাসনের চারতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনা থানা এলাকার রাম রোডে। মৃতের নাম সমরেন্দ্রচন্দ্র রায় (৮১)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই আবাসনের চারতলায় মেয়ে ও জামাইয়ের কাছে থাকতেন অসম পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী সমরেন্দ্র। এ দিন দুপুরে ফ্ল্যাটের বারান্দায় গাছে জল দিচ্ছিলেন তিনি। স্থানীয়েরা জানিয়েছেন, বারান্দার রেলিং নিচু থাকায় গাছে জল দেওয়ার সময়ে কোনও ভাবে বেসামাল হয়ে পড়ে যান ওই বৃদ্ধ। শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। দ্রুত বৃদ্ধকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান।

খবর পেয়ে আসে সরশুনা থানার পুলিশ। কী ভাবে ওই বৃদ্ধ পড়ে গেলেন, তা জানতে অন্য আবাসিকদের সঙ্গে কথা বলে তারা। বেলায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, যে জায়গায় ওই বৃদ্ধ পড়ে গিয়েছিলেন, সেই জায়গাটি জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। আবাসন কমিটির এক সদস্য জানিয়েছেন, স্ত্রীর মৃত্যুর পর থেকে মেয়ে-জামাইয়ের কাছেই থাকতেন সমরেন্দ্র। এ দিন ঘটনার সময়ে বৃদ্ধের মেয়ে তাঁর মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। জামাই ছিলেন কর্মস্থলে। খবর পেয়ে তড়িঘড়ি ফিরে আসেন তাঁরা।

Advertisement

ওই আবাসনে গিয়ে দেখা গেল, একাধিক ব্লকের বারান্দার রেলিংগুলির উচ্চতা যথেষ্ট নয়। বেশ কিছু ব্লকে রেলিংয়ের বাইরে টবে গাছ রাখা। তদন্তকারীদের অনুমান, বেশি ঝুঁকে গাছে জল দিতে গিয়ে টাল সামলাতে পারেননি বৃদ্ধ। এক পুলিশকর্তা বলেন, ‘‘ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement