ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে, হাতে ছুরি মেরে তাঁর টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। —প্রতীকী চিত্র।
ফের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল কলকাতায়। মোটরবাইক আরোহী কয়েক জন দুষ্কৃতী ওই ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে, হাতে ছুরি মেরে তাঁর টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। শনিবার সকালে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা থানা এলাকার এপিসি রোডে। আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম ইফতিকার আহমেদ খান। পুলিশ সূত্রের খবর, ক্যানাল ইস্ট রোডের বাসিন্দা ইফতিকারের ছাগলের ব্যবসা রয়েছে। তিনি প্রাথমিক ভাবে এক কোটি টাকা ছিনতাই হয়েছে বলে দাবি করলেও পুলিশ জানিয়েছে, কত টাকা ছিনতাই হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে, গত ১৩ জানুয়ারি বিকেলে কড়েয়া থানা এলাকার শপিং মলের সামনে একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর কাছ থেকে ১২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। কড়েয়ায় ছিনতাইয়ের ওই ঘটনায় এ দিন পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। যদিও এ দিনই ছাগল ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।
জানা গিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ ইফতিকার টাকা ভর্তি ব্যাগ নিয়ে এপিসি রোড ধরে হেঁটে যাচ্ছিলেন। সেই সময়ে দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁর চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেয় বলে অভিযোগ। ইফতিকারের বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ে এক ছিনতাইকারী ইফতিকারের বাঁ হাতে ছুরি দিয়ে আঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে বাইকে করে চম্পট দেয়। ঘটনার তদন্তে নেমে নারকেলডাঙা থানার পুলিশ কয়েক জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে পুলিশ সূত্রের খবর, আক্রান্ত ব্যবসায়ীর কথায় বেশ কিছু অসঙ্গতি আছে। তিনি এক-এক বার এক-এক রকম কথা বলছেন। যেখানে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে, সেখানে কোনও সিসি ক্যামেরা নেই।