ফাইল চিত্র
ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজ চলাকালীন গত শনিবার বৌবাজারের কাছে আচমকা মাটি থেকে কাদাজল বেরিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। অনেকেই এক বছর আগের সুড়ঙ্গ বিপর্যয়ের মতো বিপত্তি ঘটেছে ভেবে ছোটাছুটি শুরু করে দেন। মেট্রো কর্তৃপক্ষ তড়িঘড়ি সেখানে কাজ বন্ধ করে পরিস্থিতি খতিয়ে দেখেন। জানা যায়, মাটি নরম করার জন্য টানেল বোরিং মেশিনে যে ফোম নিঃসরণের যন্ত্র থাকে, তারই তরল পরিত্যক্ত নলকূপের পাইপ দিয়ে মাটির উপরে বেরিয়ে এসেছিল। সোমবার কলকাতা পুরসভার আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনে যান। শিয়ালদহ পর্যন্ত বাকি পথে কোথাও এমন পরিত্যক্ত পাইপ আছে কি না, তা চিহ্নিত করতে পুর কর্তৃপক্ষের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেট্রো। কোথাও পাইপ থাকলে তা তুলে ফেলা অথবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি অংশের সুড়ঙ্গ নির্মাণের প্রতিটি পর্বেই বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে বলে মেট্রো সূত্রের খবর।