AIDWA Bengal

‘মনুবাদী চিন্তাধারা’, তোপ মহিলা সমিতির

রাজ্য সরকারের এই আবেদনের বিরুদ্ধে সরব হল সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ১৪:৫৮
Share:

—প্রতীকী ছবি।

মহিলা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭টি পদক্ষেপের কথা জানানোর পাশাপাশি নবান্ন থেকে আবেদন করা হয়েছে, ‘যেখানে ও যত দূর সম্ভব মহিলাদের রাতের ‘শিফ্‌ট’ থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে।’। রাজ্য সরকারের এই আবেদনের বিরুদ্ধে সরব হল সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি। সংগঠনের রাজ্য সভাপতি জাহানারা খান ও সম্পাদক কনীনিকা ঘোষদের দাবি, এই আবেদনের ছত্রে-ছত্রে রয়েছে ‘পিছিয়ে পড়া ও মনুবাদী চিন্তা’র প্রতিফলন। সংবিধান সব নাগরিকের জন্য সমান অধিকারের কথা বললেও রাজ্য মেয়েদের জন্য দল বেঁধে কাজ কাজ করা বা রাতে যথাসম্ভব কাজ না দেওয়ার কথা বলছে। এর ফলে মহিলাদের কাজের সুযোগই আরও সঙ্কুচিত হবে বলে আশঙ্কা মহিলা সমিতির। সংগঠনের তরফে সরকারের কাছে মহিলাদের প্রকৃত নিরাপত্তা এবং অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement