এসএসসি মামলায় দায়ের হওয়া চারটি এফআইআর কপি চেয়েছে ইডি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সিবিআইয়ের এসএসএসসি দুর্নীতি মামলার তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ‘বেআইনি আর্থিক লেনদেন’-এর অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট মামলার তদন্তে যুক্ত হল আর এক কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে খবর, এসএসসি মামলায় দায়ের হওয়া চারটি এফআইআর কপি চেয়েছে তারা। পাশাপাশি, বেশ কিছু নথি খতিয়ে দেখা হচ্ছে। কোনও বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কি না, তার অনুসন্ধান শুরু করতে নামছেন ইডি-র আধিকারিকরা।
এসএসসি-র নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ওই টাকা কার কার কাছে পৌঁছেছে তা খতিয়ে দেখবে ইডি। সংশ্লিষ্ট মামলায় নাম জড়িয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তির। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ইডি-র সদর দফতর থেকে কলকাতায় চিঠি পাঠানো হয়। তার পর এসএসসি মামলার যাবতীয় নথি চেয়ে পাঠাচ্ছে ইডি। আধিকারিকরা বাগ কমিটির রিপোর্টও খতিয়ে দেখবেন বলে খবর।