Death

হৃদ্‌রোগে মৃত্যু, তবু ভয়ে দূরেই পরিজনেরা

মৃতার দেওর অমিত চট্টোপাধ্যায় রবিবার জানান, স্বামীর মৃত্যুর পর থেকে বৃন্দাবন পাল লেনের ভাড়াবাড়ির একতলায় একাই থাকতেন ছায়াদেবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ০২:২৪
Share:

প্রতীকী ছবি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার, অনুমান পরিজনেদের। তাঁরাই আবার মানছেন, মৃত্যুর প্রায় পাঁচ-ছ’ঘণ্টা পরেও করোনার ভয়ে কেউ কাছে ঘেঁষেননি।

Advertisement

ফলে শ্যামপুকুর থানা এলাকার বৃন্দাবন পাল লেনের এই ঘটনায় ছায়া চট্টোপাধ্যায় নামে বছর সত্তরের ওই বৃদ্ধার দেহ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেল পুলিশ। সেখানেই ময়না-তদন্ত হবে।

মৃতার দেওর অমিত চট্টোপাধ্যায় রবিবার জানান, স্বামীর মৃত্যুর পর থেকে বৃন্দাবন পাল লেনের ভাড়াবাড়ির একতলায় একাই থাকতেন ছায়াদেবী। তাঁর পায়ের খানিকটা পচন ধরেছিল। শোভাবাজার এলাকায় থাকা তাঁর আত্মীয়েরা হোম ডেলিভারির মাধ্যমে খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এ দিন সকালে তিনি চা খান। পরে নিজের ঘরেই মারা যান বৃদ্ধা। বাড়িওয়ালার পরিবারের এক সদস্য প্রথম দেহ দেখতে পান। ঘরের দরজা খোলা থাকলেও কেউই ছায়াদেবীকে ধরতে যাননি বলে পুলিশ জানিয়েছে। অমিতবাবু বলেন, “আমাকে ওই বাড়িওয়ালাই ডাকেন। উনি হৃদ্রোগেই মারা গিয়েছেন বলে মনে হয়। তবে করোনার ভয়ে কেউ কাছে যেতে পারিনি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement