Dead

Dead: ঝড়ে পুলিশ ব্যারাকের জানলার পাল্লা ভেঙে গায়ে পড়ে কলকাতায় মৃত্যু এক ব্যক্তির

হাসপাতাল সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কোরবান মণ্ডল। বয়স ২২। হাওড়ার বাসিন্দা তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ২২:০৪
Share:

ফাইল চিত্র।

পুলিশ ব্যারাকের জানলার পাল্লা ভেঙে গায়ে পড়ে কলকাতায় মৃত্যু এক ব্যক্তির। মঙ্গলবার রাত ৮টা নাগাদ রবীন্দ্র সরণিতে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ রক্ষা হয়নি। বুধবার হাসপাতালেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

Advertisement

১৪, রবীন্দ্র সরণিতে পুলিশের একটি ব্যারাক রয়েছে। পুলিশের গাড়িচালকেরা থাকেন সেখানে। সেখানেই ওই ঘটনাটি ঘটে। হাসপাতাল সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কোরবান মণ্ডল। বয়স ২২। হাওড়ার বাসিন্দা তিনি। মঙ্গলবার রাতে ঝড়বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগেই রবীন্দ্র সরণির পুলিশ ব্যারাকের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সেই সময় প্রবল হাওয়ায় ব্যারাকের একটি জানলার পাল্লা ভেঙে তাঁর ঘাড়ে পড়ে।

এর পর স্থানীয়েরাই কোরবানকে গুরুতর আহত অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বুধবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement