ফাইল চিত্র।
প্রায় সাড়ে তিন মাস পর রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’শো ছাড়াল রাজ্যে। শুধু তাই নয়, দৈনিক আক্রান্তের সংখ্যা কলকাতাতেও ঊর্ধ্বমুখী। একশোর গণ্ডি পেরিয়েছে। মহানগরীতে গত ১১ ফেব্রুয়ারি শেষ বার দৈনিক সংক্রমণ ১০০ ছাড়িয়েছিল। যদিও গত ৬ মার্চের পর জেলাভিত্তিক রিপোর্ট দেওয়া বন্ধ করেছিল স্বাস্থ্য দফতর। রাজ্যে দৈনিক সংক্রমণের হারও বাড়তে বাড়তে পৌঁছে গেল তিন শতাংশের কাছে। গত ২৪ ঘণ্টায় এক কোভিড রোগীর মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে।
বিগত কয়েক দিন ধরেই রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ছে। গত সপ্তাহের শুক্রবার একশোর গণ্ডি পার করেছিল। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৩০ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ৭৭৪ জন। বুলেটিনে জেলাভিত্তিক তালিকা দেওয়া না থাকলেও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১০৫ জন। উত্তর ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৬৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১৩ এবং হাওড়ায় ৮ জন।
রাজ্যে কোভিডে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৭ জনের। রাজ্যে দৈনিক সংক্রমণের হার চলতি সপ্তাহের সোমবার আড়াই শতাংশের কাছে পৌঁছে গিয়েছিল। মঙ্গলবার তা কিছুটা কমলেও বুধবার আবার বেড়ে হয় ২.৯৫ শতাংশ। বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও (অ্যাক্টিভ রোগী) প্রায় তিন মাস পর হাজারের গণ্ডি ছাড়াল। এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭।
কলকাতায় সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। সাধারণ মানুষের মধ্যে কোভিড বিধি নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। করোনা টিকাকরণেও জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে।