Death

রেললাইন পেরোতে গিয়ে বিপত্তি! মেমারিতে দুই বোনকে পিষে দিল ট্রেন, কিছু ক্ষণ ব্যাহত পরিষেবা

দুর্ঘটনার পর বেশ কিছু ক্ষণ আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ২ নম্বর প্ল্যাটফর্মের রিভার্স লাইন দিয়ে বর্ধমানমুখী সমস্ত ট্রেন চালানো হয়। দুর্ঘটনাস্থলে যা্ন বর্ধমান জিআরপির আধিকারিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৬
Share:

মেমারি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ওঠার মুখে দুর্ঘটনাটি ঘটে। —প্রতীকী চিত্র।

রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই মহিলার। রবিবার বিকেলে হাওড়া-বর্ধমান মেন শাখার মেমারি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ওঠার মুখে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই মহিলা একে অপরের বোন হন। ওই দু'জন পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মেমারি স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে ছুটে আসছিল ১৩০১১ আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। পরিবারের বাকি সদস্যেরা কোনও রকমে প্ল্যাটফর্মে উঠতে পারলেও ওই দু'জন পারেননি। দ্রুতগামী ট্রেন তাঁদের পিষে দিয়ে চলে যায়। মৃত দুই মহিলার নাম ঝর্ণা ভুঁইয়া (৪০) এবং পাখি ভুঁইয়া(৩৮)।

মৃত দুই মহিলার ভাই আনন্দ ভুইঁয়া জানান, বাঁকুড়ার খাতড়া থেকে এক শিশু-সহ পরিবারের ছ'জন হুগলির খন্যানে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাঁরা বাঁকুড়া-মশাগ্রাম শাখার মশাগ্রাম স্টেশনে নেমে সড়কপথে মেমারি স্টেশনে যান। তার পর মেমারি স্টেশনে টিকিট কেটে ওভারব্রিজে না উঠে রেললাইন পার হচ্ছিলেন। সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা। এক শিশু-সহ চারজন প্ল্যাটফর্মের ওপর উঠে পড়লেও বাকি দুজন রেল ট্রাক থেকে প্লাটফর্মে উঠতে পারেননি।

Advertisement

ট্রেনের ধাক্কায় দুই মহিলার দেহ ছিন্নভিন্ন হয়ে প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে গিয়ে পড়ে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় মেমারি স্টেশনের কর্তব্যরত আরপিএফ এবং জিআরপি কর্মীরা। দুর্ঘটনার পর বেশ কিছু ক্ষণ আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ২ নম্বর প্ল্যাটফর্মের রিভার্স লাইন দিয়ে বর্ধমানমুখী সমস্ত ট্রেন চালানো হয়। দুর্ঘটনাস্থলে যান বর্ধমান জিআরপির আধিকারিকেরা। তাঁরা দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement