ফিরহাদ হাকিম। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থল চেতলা। বুধবার গভীর রাতে চেতলা লকগেটের কাছে নন্দীগ্রাম বস্তিতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় শতাধিক ঝুপড়ি। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অন্তর্ঘাতের অভিযোগ তোলেন মেয়র ফিরহাদ হাকিম।
স্থানীয়দের তরফে জানা যায়, রাত দেড়টা নাগাদ আগুন লাগে। দমকলের ছ’টি ইঞ্জিনের চেষ্টায় বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ আগুন নেভানো হয়। ঝুপড়িগুলি পুড়ে ছাই হয়ে গেলেও হতাহতের কোনও খবর নেই। বস্তিবাসীদের একাংশের বক্তব্য, যখন আগুন লাগে, তখন গভীর রাত। সবাই প্রায় ঘুমে আচ্ছন্ন। সেই সময় বড় বিপদ ঘটে যেতে পারত। কিন্তু বস্তির মধ্যে কেউ কেউ জেগে থাকায়, তাঁরা বাকিদের সাবধান করে দেন। প্রাথমিক ভাবে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে শেষ সম্বলটুকুও হারিয়ে, বস্তিবাসীদের প্রায় সকলেই নেমে এসেছেন খোলা ছাদের নীচে।
যে জমিতে আগুন লাগে, সেটি কলকাতা বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে ফিরহাদ জানান, অনেকেরই জমিটার উপরে নজর রয়েছে। তাই অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দেননি তিনি। এর পাশাপাশি তিনি জানান, সরকার আশ্রয়হীন বস্তিবাসীদের জন্য অস্থায়ী আবাস তৈরি করে দেবে। তবে কী কারণে আগুন লেগেছিল, তা এখনও স্পষ্ট নয়।