Indian Marriage

দেশে বিয়ের খরচ বেড়ে ৩৫ লক্ষ! বেড়েছে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর চাহিদা, বলছে সমীক্ষা

সম্প্রতি জাস্টডায়ালের এক সমীক্ষা জানাচ্ছে, ভারতে ২০২৪ সালে বিয়ের জন্য বিভিন্ন পরিষেবা নেওয়ার চাহিদা বেড়েছে ৩৪%। যার বেশিরভাগটাই দেখা গিয়েছে মেট্রো শহরগুলিতে, মূলত উচ্চ এবং উচ্চ-মধ্যবিত্তদের মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ০৭:০৬
Share:

— প্রতীকী চিত্র।

একটি বিয়েতেই খরচ ৫০০০ কোটি টাকা!

Advertisement

গত বছর মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্তের সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়েতে এমনই বৈভবের ছবি দেখেছে দেশ। বিভিন্ন মহলের সমীক্ষা বলছে, এটা ব্যতিক্রম ঠিকই। তবে ২০২৪ সালে ভারতে সামগ্রিক ভাবেই বিয়ের খরচ বেড়ে গিয়েছে বিপুল। গড়ে পৌঁছে গিয়েছে প্রায় ৩০-৩৬ লক্ষ টাকায়। যার হাত ধরে ক্রমশই পিছু হটছে ২০২০-২১ সালের স্মৃতি। যখন লকডাউন এবং পরবর্তী সময়ের একটা বড় অংশ জুড়ে জমায়েতে নিষেধাজ্ঞা ছিল দেশে। তার উপরে আবার রোজগারের অনিশ্চয়তা, ভবিষ্যতের চিন্তায় কাঁটছাঁট করতে হচ্ছিল খরচ।

সম্প্রতি জাস্টডায়ালের এক সমীক্ষা জানাচ্ছে, ভারতে ২০২৪ সালে বিয়ের জন্য বিভিন্ন পরিষেবা নেওয়ার চাহিদা বেড়েছে ৩৪%। যার বেশিরভাগটাই দেখা গিয়েছে মেট্রো শহরগুলিতে, মূলত উচ্চ এবং উচ্চ-মধ্যবিত্তদের মধ্যে। ৪৪% বৃদ্ধি নিয়ে প্রথম স্থানে রয়েছে নয়াদিল্লি। বিয়ের জায়গায় খোঁজ বেড়েছে চার গুণ। বিবাহ আয়োজনকারী সংস্থা ওয়েডমিগুড-এর সমীক্ষা অনুসারে বিয়ের খরচ বেড়েছে ৬.৭%। গড়ে দাঁড়িয়েছে ৩৫.৬ লক্ষ টাকায়। বসবাসের শহরের বাইরে গিয়ে অন্যত্র বিয়ের আয়োজনের (ডেস্টিনেশন ওয়েডিং) চাহিদাও ২০২২ সালের ১৮% থেকে পৌঁছেছে ২৬ শতাংশে।

Advertisement

ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি জানাচ্ছে, ২০২২ সালে দেশে গড়ে বিয়ের খরচ ছিল ২০ লক্ষ। ২০২৩ সালে পৌঁছয় ২৫ লক্ষে। ২০২৪ সালে আরও বেড়ে দাঁড়িয়েছে ৩০ লক্ষ টাকায়। এমনিতে বিয়ের খরচের বড় অংশ যায় গয়না কেনায়। গত বছর সোনার দাম রেকর্ড গড়ায় সেই খরচ আরও বেড়েছিল।

বিয়ের আয়োজনকারী সংস্থা আর্ক লাইফস্টাইলের লীনা মূর্তি জানাচ্ছেন, ডেস্টিনেশন ওয়েডিং-এর ক্ষেত্রে এখনও সবচেয়ে বেশি চাহিদা রাজস্থানের। তবে এখন নতুন নতুন জায়গায় আগ্রহ দেখাচ্ছেন মানুষ। বিশেষত যেখানে অন্তত ২৫০ জনের জায়গা হয়। এ ছাড়াও প্রবণতা বাড়ছে বিয়ের ছবি তোলার।

এই অবস্থায় ২০২৫ সালে ভারতের বিয়ের বাজার ১০ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে বলে মনে সংশ্লিষ্ট মহল। মূর্তি জানাচ্ছেন, খাবার এবং বিয়ের জায়গাতেই মূলত ৬০%-৭০% ব্যয় হয়। ফলে আতিথেয়তা ক্ষেত্রের পরিষেবার দাম কোথায় দাঁড়ায়, সেই অনুসারেই সামগ্রিক ভাবে বিয়ের খরচ স্থির হবে এ বছরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement