রাজভবনে আগুন আতঙ্ক। ছবি: টুইটার
সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ল রাজভবনে। তবে দমকল সূত্রের খবর, আগুন নয়, রাজভবনে ধোঁয়া দেখা গিয়েছে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ মূল ভবনের ৩ তলায় প্রথম ধোঁয়া দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। রাজভবন সূত্রের খবর, সে সময় মূল ভবনেই একটি বৈঠকে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, ৩ তলায় কোনও বৈদ্যুতিন বাতি থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন না দেখা গেলেও ভবনের ৩ তলার একটা ছোট অংশ ধোঁয়া দেখা যায়। নিরাপত্তাজনিত কারণেই দ্রুত পদক্ষেপ করেন দমকল কর্তৃপক্ষ।
শেষ পর্যন্ত পাওয়া খবরে, রাত ৯টা নাগাদই রাজভবন থেকে ফিরে আসে দমকলের তিনটি ইঞ্জিন। বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।