ওড়িশা থেকে পাচার হওয়া বিপুল গাঁজা আটক হল হাওড়ায়! গ্রেফতার এক

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে ধূলাগড় টোল প্লাজায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি গাড়ি থেকে প্রায় ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ২২:২৩
Share:

গাড়ি থেকে প্রায় ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয়। —নিজস্ব চিত্র।

ভিন্ রাজ্য থেকে বিপুল পরিমাণ গাঁজা বাংলায় পাচার হওয়ার আগে হাতেনাতে ধরল পুলিশ। গ্রেফতার করা হল গাড়িচালককে। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ধূলাগড়ে। সাঁকরাইল পুলিশের হাতে ধৃত ব্যক্তি স্বীকার করেছেন যে ওই মাদক তিনি নিয়ে যাচ্ছিলেন উত্তর ২৪ পরগনায়।

Advertisement

প্রজাতন্ত্র দিবসের আগে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে ধূলাগড় টোল প্লাজায় বিভিন্ন গাড়িতে তল্লাশি করছিল পুলিশ। সেই সময় একটি গাড়ি থেকে প্রায় ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয়। এর পর গাঁজা সমেত গাড়িটিকে আটক করা হয়। গ্রেফতার করা হয় গাড়িচালককে।

অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ওই গাড়িচালক জানিয়েছেন ওড়িশা থেকে ওই গাঁজা নিয়ে বাংলায় ঢোকেন তিনি। কোথায় সেগুলো পাচার হচ্ছিল, এই পাচারচক্রের সঙ্গে জড়িত কারা, এ সব জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ ) প্রতীক্ষা ঝাঁকারিয়া বলেন, ‘‘গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। গাড়িমালিকের সন্ধান চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement