Kolkata Airport

কার্বন নিঃসরণ কত কম, সমীক্ষা বিমানবন্দরে

কলকাতা বিমানবন্দরে শুরু হয়েছে সেই সমীক্ষা। তা চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০০:৫৪
Share:

কলকাতা বিমানবন্দরে শুরু হয়েছে সমীক্ষা।

ভারতের বিমানবন্দরগুলিতে কার্বন নিঃসরণ কতটা কম হচ্ছে, তা নিয়ে সমীক্ষায় নেমেছে ডব্লিউএসপি নামে একটি সংস্থা।

Advertisement

সারা বিশ্বের বিমানবন্দরের প্রতিনিধিদের নিয়ে তৈরি এয়ারপোর্ট কার্বন অ্যাক্রিডিটেশন (এসিএ) কমিটি ডব্লিউএসপি-কে এই কাজে নামিয়েছে। কলকাতা বিমানবন্দরে শুরু হয়েছে সেই সমীক্ষা। তা চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।

বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য বুধবার বলেন, ‘‘আমাদের বিমানবন্দরে যে কার্বন নিঃসরণ কম হচ্ছে, তার স্বীকৃতি সমীক্ষার শুরুতেই পেয়েছি। আমরা আরও কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’’ অধিকর্তার দাবি, রানওয়ের পাশে যে বিশাল এলাকা জুড়ে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হয়েছে, তা থেকে বিমানবন্দরের প্রয়োজনীয় বিদ্যুতের অনেকটাই ব্যবহার করা হচ্ছে। ফলে, সিইএসসি থেকে প্রচলিত বিদ্যুৎ কম নেওয়া হচ্ছে।

Advertisement

কার্বন নিঃসরণের অঙ্গ হিসেবে কলকাতা বিমানবন্দর থেকে এ বার ব্যাটারিচালিত যাত্রিবাহী বাসও চলবে বলে কৌশিকবাবু জানিয়েছেন। এর জন্য রাজ্য সরকারের অনুরোধে ব্যাটারি চার্জিং স্টেশন তৈরি করেছেন কর্তৃপক্ষ। টার্মিনালের ভিতরে এয়ার কন্ডিশন ব্যবস্থায় যাতে কম বিদ্যুৎ খরচ হয়, তার জন্য বিশেষ যন্ত্র বসানো হয়েছে। সেখানে বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য যে ছোট গাড়ি ব্যবহার করা হচ্ছে, সেগুলিও ব্যাটারিচালিত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement