Accident

Accident: লরির ধাক্কায় মৃত্যু বালকের

ঘটনাস্থলে চলে আসে পুলিশ। গুরুতর জখম বালকটিকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ০৯:১৩
Share:

—প্রতীকী চিত্র

বছরের প্রথম দিনেই লরির ধাক্কায় মৃত্যু হল এক বালকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ই এম বাইপাসে, সায়েন্স সিটির কাছে। মৃতের নাম মহম্মদ হোসেন আলম। চালক-সহ লরিটি আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ১টা নাগাদ সায়েন্স সিটির কাছে সার্ভিস রোডে খেলছিল তপসিয়া রোডের বাসিন্দা, বছর দশেকের মহম্মদ হোসেন আলম। সঙ্গে ছিল তারই বয়সি আরও বেশ কয়েক জন বালক। খেলতে খেলতেই হঠাৎ তপসিয়ার দিক থেকে সার্ভিস রোড ধরে আসা একটি লরির সামনে চলে আসে আলম। লরির ধাক্কায় মাথায় গুরুতর চোট পায় সে। সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা প্রগতি ময়দান থানায় খবর দেন। দ্রুত

ঘটনাস্থলে চলে আসে পুলিশ। গুরুতর জখম বালকটিকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানেই চিকিৎসকেরা ওই বালককে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সার্ভিস রোডে পরপর বেশ কয়েকটি বাস দাঁড়িয়ে ছিল। দু’টি বাসের মাঝখানে ওই বালকটি সমবয়সি আরও

কয়েক জনের সঙ্গে খেলছিল। দু’টি বাসের মাঝখানে থাকায় সার্ভিস

রোড ধরে আসা লরি তাদের নজরে আসেনি। তাই সেখান থেকে বেরোতেই লরির সামনে পড়ে যায় আলম। এ দিকে, ঘটনার পরেই প্রগতি ময়দান থানার পুলিশ চালককে লরি-সহ আটক করে। আজ, রবিবার মৃতদেহের ময়না-তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement