Road Accident

Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, মৃত বাইকচালক

পুলিশ জানায়, শুভমের বাড়ি উল্টোডাঙা থানা এলাকার ক্যানাল ইস্ট রোডে। তিনি মেডিক্যাল রিপ্রেজ়েন্টেটিভ হিসেবে কাজ করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ০৬:৪৪
Share:

প্রতীকী চিত্র।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে সল্টলেকের বৈশাখী মোড়ের কাছে। মৃতের নাম শুভম ধর (২৫)।

Advertisement

পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বৈশাখী মোড় থেকে উল্টোডাঙামুখী রাস্তা ধরে যাচ্ছিলেন শুভম। তাঁর সামনে ছিল একটি বেসরকারি সংস্থার জলের ট্যাঙ্কার। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ওই ট্যাঙ্কারটিকে পাশ কাটিয়ে বেরোনোর সময়ে কোনও ভাবে চাকা পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিিন। বাইক-সহ ট্যাঙ্কারের তলায় চলে যান শুভম। গাড়ির পিছনের চাকায় গুরুতর জখম হন তিনি। ওই যুবক হেলমেট পরে ছিলেন বলে স্থানীয় সূত্রের খবর। পথচলতি মানুষ ও কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মীরা শুভমকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, শুভমের বাড়ি উল্টোডাঙা থানা এলাকার ক্যানাল ইস্ট রোডে। তিনি মেডিক্যাল রিপ্রেজ়েন্টেটিভ হিসেবে কাজ করতেন। প্রাথমিক ভাবে বাইকের চাকা পিছলে যাওয়ার কথা বলা হলেও স্থানীয়দের একাংশের বক্তব্য, ঘূর্ণিঝড়ের পরে বহু জায়গায় কেব্‌ল ঝুলে রাস্তার ধারে পড়ে আছে। তাঁদের অনুমান, এ দিন কোনও ভাবে ওই কেব্‌লের উপরে বাইকের চাকা উঠে যাওয়ার ফলেই চালক নিয়ন্ত্রণ হারান। যদিও পুলিশ সূত্রের খবর, কী ভাবে দুর্ঘটনা ঘটল, সব দিকই দেখা হচ্ছে। স্থানীয়দের একাংশের বক্তব্য, ঝড়ে কেব্‌ল ছিঁড়ে পড়ে থাকলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে অবিলম্বে প্রশাসনের পদক্ষেপ করা উচিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement