আমপান দুর্গতদের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল ২০২০ সালে। ফাইল চিত্র।
ঘূর্ণিঝড় আমপানের ‘ত্রাণ দুর্নীতি’র অভিযোগে রাজ্য কী পদক্ষেপ করছে, জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ রাজ্যকে আট দিন সময় দিয়ে বলেছে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
আমপান দুর্গতদের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল ২০২০ সালে। বসিরহাটের ২ নম্বর ব্লকে পাঁচটি লরিতে ত্রাণ পাঠিয়েছিল রাজ্য সরকার। সেই ত্রাণ সামগ্রী দুর্গতদের মধ্যে বণ্টনের বদলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ। সম্প্রতি সেই ত্রাণ সামগ্রী পাচারেরও অভিযোগ ওঠে। এমনকি মালতীপুর স্টেশন চত্বর থেকে দু’টি সামগ্রী বোঝাই লরিও উদ্ধার করা হয়।
গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিল। পরে এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলা হয়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিন্দলের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। রাজ্য সরকার পক্ষের আইনজীবীকে বিন্দল বলেন, কী ভাবে এই ঘটনা ঘটল, তা ২ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে হবে।