State News

শহিদ মিনারের পথে কলকাতার সিপিএম

শহিদ মিনার ময়দানে ২০১৮ সালে শেষ বার বামেদের সমাবেশ হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০১:৪৭
Share:

ছবি: সংগৃহীত।

পরপর কর্মসূচিতে সাড়া মিলছে ভাল। এই বাতাবরণেই দীর্ঘ কাল পরে শহিদ মিনার ময়দানে সমাবেশ করতে চলেছে কলকাতা জেলা সিপিএম। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ ) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে এবং কাজ ও মজুরির দাবিতে আগামী ২০ জানুয়ারি ওই সমাবেশে বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।

Advertisement

শহিদ মিনার ময়দানে ২০১৮ সালে শেষ বার বামেদের সমাবেশ হয়েছিল। বাম ও অন্যান্য গণসংগঠনের যৌথ মঞ্চ বিপিএমও-র ডাকে রাজ্য জুড়ে পদযাত্রার পরে সেই সমাবেশে ভিড় জমাতে পারেননি বাম নেতৃত্ব। এ বার শুধু কলকাতা জেলার জন্যই ওই ময়দানে সমাবেশ হচ্ছে। সিপিএম সূত্রের বক্তব্য,এনআরসি-র বিরুদ্ধে এবং বেহাল অর্থনীতির প্রতিবাদে প্রতি জেলায় সিপিএম সমাবেশ করেছে। শহরে রাজ্যের যে কোনও কর্মসূচি থাকলেই কলকাতা জেলা সিপিএমের নেতা-কর্মীদের অংশগ্রহণ করতে হয়। শহিদ মিনার ময়দানে এ বার কলকাতা জেলা সিপিএমের কেন্দ্রীয় সমাবেশ হবে। তার আগে কলকাতার নানা অঞ্চলে সভা করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। লাগাতার পথে নামার কর্মসূচি নিয়ে আন্দোলন জারি রাখা ও সংগঠনকে চাঙ্গা করাই সিপিএম নেতৃত্বের লক্ষ্য।

এরই পাশাপাশি কংগ্রেসের সঙ্গে যৌথ কর্মসূচিও নিচ্ছেন বাম নেতারা। জাতীয় সংহতি ও অখণ্ডতা রক্ষার দাবিতে আগামী ২৬ জানুয়ারি মানব বন্ধন কর্মসূচিতে কংগ্রেসকে আমন্ত্রণ জানাচ্ছেন বাম নেতারা। আবার ৩০ জানুয়ারি, মোহনদাস কর্মচন্দ গাঁধীর মৃত্যুদিনে সাম্প্রদায়িক বিভাজনের প্রতিবাদ জানাতে কলকাতায় কেন্দ্রীয় মিছিলে একসঙ্গেই পা মেলানোর কথা বাম ও কংগ্রেস নেতাদের। আলিমুদ্দিনে আজ, মঙ্গলবার থেকে দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে যাবতীয় আন্দোলন কর্মসূচি চূড়ান্ত হওয়ার কথা। বৈঠকে থাকার কথা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement