mukul roy

Mukul Roy: ফিরলেন রায়সাহেব, টুইটারে ফিরে এল ভোটের আগের #খেলা হবে স্লোগান

নেটাগরিকদের কারও কারও মতে, মুকুলকে ভাঙিয়ে নিয়ে গিয়ে ‘খেলা’ শুরু করেছিল বিজেপি। তাঁকে ফিরিয়ে এনে ‘খেলা’র মোড় ঘুরিয়ে দিলেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১৬:৪৩
Share:

মুকুলের ‘ঘর ওয়াপসি’-তে ফিরল ‘খেলা হবে’ ধ্বনিও।

ভোট মিটে গেলেও খেলা থামেনি রাজনীতির। বরং তৃণমূলে মুকুল রায়ের ‘ঘর ওয়াপসি’তে পাশা উল্টে গিয়েছে‌। তাতেই নেটমাধ্যমে ফিরে এল নির্বাচনী ধ্বনি ‘খেলা হবে।’ মূলত গেরুয়া শিবিরকে নিশানা করেই ‘#খেলা হবে’ ধ্বনি ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে।

Advertisement

শুক্রবার বিকেলে তৃণমূল ভবনে ফের জোড়াফুল পতাকা হাতে তুলে নিয়েছেন মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু। তা নিয়ে সকাল থেকেই মিমের বন্যা বইছে নেটমাধ্যমে। তাতেই নয়া সংযোজন ‘খেলা হবে’ ধ্বনির।

বিজেপি এবং সর্বোপরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেই ‘খেলতে’ ডাকছেন নেটাগরিকরা। তাতে বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতকেও টেনে এনেছেন কেউ কেউ। তাঁর অভিনীত ‘কুইন’ ছবির একটি দৃশ্য নিয়ে মিম তৈরি হয়েছে। তাতে কঙ্গনার ভূমিকায় মোদী এবং লিজা হেডেনের ভূমিকায় শাহকে দেখানো হয়েছে, যেখানে মোদীর মুখে সংলাপ ‘আমার জীবন বরবাদ হয়ে গেল।’ পাশে বসে তাঁকে সামালচ্ছেন শাহ।

Advertisement

ভোটপূর্বের মমতার আহত পায়ের ছবি দিয়েও নতুন করে ‘খেলা হবে’ ধ্বনি ফিরে এসেছে। গেরুয়া বাহিনীর বিরুদ্ধে মমতাকে সামনে দাঁড় করিয়ে খেলার ডাক দিয়েছেন নেটাগরিকরা। তাঁদের কারও কারও মতে, মুকুলকে ভাঙিয়ে নিয়ে গিয়ে ‘খেলা’ শুরু করেছিল বিজেপি। তাঁকে ফিরিয়ে এনে ‘খেলা’র মোড় ঘুরিয়ে দিলেন মমতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement