অসীমা পাত্র, ফিরদৌসি বেগম, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায় এবং লাভলি মৈত্র (বাঁ দিক থেকে )। —নিজস্ব চিত্র।
স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা চক্রের আয়োজন করেছে কেরল বিধানসভা। বামশাসিত ওই রাজ্য আয়োজিত আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ থেকে পাঠানো হচ্ছে তৃণমূলের পাঁচ মহিলা বিধায়ককে। রাজ্যের ওই প্রতিনিধি দল কেরল যাচ্ছে নারী ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে। এ ছাড়া ওই দলে রয়েছেন চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম এবং ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। বুধবারই তাঁরা রওনা দিচ্ছেন কেরলের উদ্দেশে।
আগামী ২৬ এবং ২৭ মে, এই দুই দিনের জন্য ওই আলোচনাসভার আয়োজন করা হয়েছে। মূল বিষয়বস্তু ‘গণতন্ত্রের ক্ষমতা’। ওই আলোচনাসভা অনুষ্ঠিত হবে তিরুঅনন্তপুরমে। দু’দিন আলোচনার পর এক দিন অংশগ্রহণকারীদের ভ্রমণেরও ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সব রাজ্য থেকেই মহিলা বিধায়ক এবং বিধান পরিষদের সদস্যদের ওই আলোচনা সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।