অনশন মঞ্চে বিমল গুরুং। নিজস্ব চিত্র।
হঁশিয়ারি দিয়ে রেখেছিলেন আগেই। বুধবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) নির্বাচনের বিরোধিতা করে আমরণ অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) প্রধান বিমল গুরুং।
মঙ্গলবারই জিটিএ নির্বাচনের বিরোধিতায় নিজেই অনশনে বসার সিদ্ধান্তের কথা জানান গুরুং। বুধবার সকালে সিংমারি দলীয় কার্যালয়ের বাইরে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে অনশনে বসেন জিজেএম প্রধান। তবে দলীয় কার্যালয়ের বাইরে তবে সেই অর্থে ভিড় দেখা যায়নি। মূলত দলীয় কর্মীরাই রয়েছেন তাঁর সঙ্গে।
অনশনে বসে বিমলের মন্তব্য, ‘‘রাজ্য সরকারকে যে দস্তাবেজ দিয়েছিলাম, সে নিয়ে রাজ্য সরকার কোনও উচ্চবাচ্য করেনি। কাজেই জিটিএ নির্বাচন আমরা মানছি না। আমাদের দল জিটিএ নির্বাচনে অংশ নেবে না।’’ তিনি আরও বলেন, ‘‘৩৯৬ মৌজার যে প্রস্তাব আমরা দিয়েছিলাম তার কোনও সদুত্তর মেলেনি। কেন্দ্রীয় সরকার একাধিকবার রাজনৈতিক সমাধানের কথা বলেছে। হয়নি। এখন আমরা ভরসা রাখছি রাজ্যের উপর। কেন্দ্রের উপর আর কোনও আস্থা নেই।’’
গুরুংয়ের কথায়, ‘‘জাতির জন্য আহুতি দিয়েছি আগেও। আমার সর্বস্ব চলে গিয়েছে এই গোর্খা জাতির জন্য। অবশিষ্ট রয়েছে প্রাণটুকু। সেটাও লুটিয়ে দেব আমরণ অনশনে।’’
প্রসঙ্গত, জিটিএ নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ের রাজনৈতিক দলগুলির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। এ নিয়ে অবশ্য গোড়া থেকে বেঁকে বসেছেন গুরুং এবং তাঁর দল। জিটিএ-এর অতিরিক্ত ক্ষমতার দাবিতে অনড় তাঁরা। অনশন মঞ্চ থেকে গুরুং বলেন, ‘‘আমরা চাই রাজ্যের সঙ্গে সম্পর্ক যেন খারাপ না হয়। ২০২৪ এবং ২০২৬ সালে নির্বাচন রয়েছে। সে জন্য সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।’’