Jyotipriya Mallick

কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, জানত না ইডি! কোর্টে জানতে পেরে অসন্তুষ্ট কেন্দ্রীয় সংস্থা

রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি রয়েছেন ফুলবাগানের এক হাসপাতালে। শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে গত কয়েক দিন ধরেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৬:৫৪
Share:

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। —ফাইল চিত্র।

রেশন দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ফুলবাগানের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে গত কয়েক দিন ধরেই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল। শুনানির সময়েই প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি জানানো হয়। রেশন দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তিনি হাসপাতালে ভর্তি থাকার বিষয়টি ইডিকে আগে থেকে না জানানোয় কিছুটা অসন্তোষ প্রকাশ করে তদন্তকারী সংস্থা।

Advertisement

আদালতে ইডি জানায়, যে হেতু তারাই গ্রেফতার করেছিল জ্যোতিপ্রিয়কে, তাই সৌজন্যমূলক ভাবে হলেও বিষয়টি তাদের জানানো উচিত ছিল। ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের জন্য বৃহস্পতিবার আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী। তবে তাতে আপত্তি জানায় ইডি। একটি লিখিত জবাবও দিয়েছে তদন্তকারী সংস্থা। ইডির ওই জবাব পড়ার জন্য আদালতের কাছে কিছুটা সময় চেয়েছেন জ্যোতিপ্রিয়ের আইনজীবী। আগামী ২০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

গত বছরের অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারির পর থেকেই তাঁর একাধিক শারীরিক সমস্যার কথা উঠে এসেছে। গ্রেফতারি পরবর্তী সময়ে বেশ কয়েক বার তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কখনও রক্তচাপের সমস্যা, কখনও বুকে ব্যথা অনুভব করার কারণে তাঁকে নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে। কখনও এসএসকেএম হাসপাতালে, কখনও আবার জ্যোতিপ্রিয়ের পছন্দের বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে।

Advertisement

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগেই জানিয়েছিল, এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকাকালীন মেয়ের হাতে একটি চিঠি দেওয়ারও চেষ্টা করেছিলেন জ্যোতিপ্রিয়। পরে সেই চিঠি তাঁর কেবিনের বাইরে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মারফত তদন্তকারী আধিকারিকদের হাতে পৌঁছয়। তা নিয়েও কম জলঘোলা হয়নি। অতীতে বিভিন্ন সময়ে তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু তা মঞ্জুর হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement