Calcutta High Court

Calcutta High Court: কেমন হাল বন্দিদের? আচমকা সংশোধনাগার পরিদর্শনে‌ জেলায় হাই কোর্টের বিচারপতি

মঙ্গলবার বীরভূম জেলা সংশোধনাগার পরিদর্শনে গিয়েছিলেন বিচারপতি সেন। বৃহস্পতিবার ফের জেলা সংশোধনাগার পরিদর্শনে যেতে পারেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২২ ২০:৪৬
Share:

ফাইল চিত্র।

রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে অসুস্থ বন্দিরা কেমন আছেন তা দেখতে ‘আচমকা পরিদর্শন’ শুরু করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তথা রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান সৌমেন সেন। প্রথম পর্যায়ে জেলা সংশোধনাগারগুলিতে শুরু হয়েছে পরিদর্শন।

Advertisement

হাই কোর্টের একটি সূত্র জানাচ্ছে, মঙ্গলবার বীরভূম জেলা সংশোধনাগার পরিদর্শনে গিয়েছিলেন বিচারপতি সেন। বুধবার গিয়েছিলেন মুর্শিদাবাদের বহরমপুরে। বৃহস্পতিবার ফের জেলা সংশোধনাগার পরিদর্শনে যেতে পারেন তিনি।

ওই সূত্রের খবর, অসুস্থ বন্দিদের শারীরিক ও মানসিক অবস্থা, মহিলা বন্দিদের স্বাচ্ছন্দ্য এবং দীর্ঘ দিন ধরে জেলবন্দিদের আচরণ সংক্রান্ত পর্যবেক্ষণ নথি দেখবেন বিচারপতি সেন। প্রসঙ্গত, দেশের বিভিন্ন সংশোধনাগারের বন্দিদের দুরবস্থা নিয়ে একাধিক বার উষ্মা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement