রজত সাম্বিয়াল। ছবি: সংগৃহীত।
মাত্র ১১ নম্বরের জন্য স্বপ্নপূরণ হল না রজত সাম্বিয়ালের। আইএএস পরীক্ষার ষষ্ঠ তথা শেষ বারের সুযোগ হাতছাড়া হওয়ার পরে চণ্ডীগড়ের ওই যুবক নেটমাধ্যমে নিজের হতাশার কথা জানিয়েছেন।
পঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজের এই প্রাক্তনীর আক্ষেপ, ‘১০ বছরের কঠোর পরিশ্রম ছাই হয়ে গেল। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ছ’টি প্রচেষ্টাই শেষ হয়ে গেল। তিন বার প্রিলিমিনারি পর্বে ব্যর্থ হয়েছি। দু’বার ব্যর্থ হয়েছি মেন-এ। এ বার ইন্টারভিউতে খারাপ ফল হওয়ায় ১১ নম্বরের জন্য চূড়ান্ত সাফল্য অধরা থেকে গেল।’
পেশায় সিভিল ইঞ্জিনিয়ার রজত জানিয়েছেন, নিজের আইএসএস হওয়ার স্বপ্নপূরণ না হলেও ‘দেশের কঠিনতম পরীক্ষায়’ ছ’বারের প্রচেষ্টায় বিপুল অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। সেটা তাঁর জীবনের বড় পাওয়া।