Calcutta High Court

একই মামলা দুই এজলাসে! হাই কোর্টের সময় নষ্ট করায় ক্ষুব্ধ বিচারপতি, ৫০ হাজার টাকার জরিমানা

শুনানি কিছু ক্ষণ চলার পরেই বিচারপতি ঘোষ বুঝতে পারেন, ওই মামলাকারী হাই কোর্টের অন্য বিচারপতির এজলাসেও একই বিষয়ে মামলা করছেন। সেখানেও শুনানি হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২০:২১
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন এক ব্যক্তি। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হয়। তবে শুনানি কিছু ক্ষণ চলার পরেই বিচারপতি বুঝতে পারেন, ওই মামলাকারী হাই কোর্টের অন্য বিচারপতির এজলাসেও একই বিষয়ে মামলা করছেন। সেখানেও শুনানি হচ্ছে। একই বিষয়ে দুই এজলাসে মামলা করায় ক্ষুব্ধ হন বিচারপতি ঘোষ। আদালতের সময় নষ্ট করার জন্য মামলাকারীকে ৫০ হাজার টাকার জরিমানা করেছেন তিনি।

Advertisement

মঙ্গলবার জমি সংক্রান্ত একটি মামলা শুনানির জন্য উঠেছিল বিচারপতি ঘোষের এজলাসে। মামলাকারীর আবেদন ছিল, পুলিশ তাঁর জমি সংক্রান্ত বিষয়ে নিষ্ক্রিয় রয়েছে। প্রায় ২৫ মিনিট শুনানি চলে। দু’পক্ষের আইনজীবী সওয়াল-জবাব করেন। কিন্তু পরে বিচারপতি ঘোষ জানতে পারেন, অন্য এজলাসে এই একই বিষয়ে মামলা চলছে। তার পরেও তাঁর এজলাসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে নতুন ভাবে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি বুঝতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি ঘোষ। তাঁর পর্যবেক্ষণ, পুলিশি নিষ্ক্রিয়তার নামে ভুল মামলা করে আদালতের সময় নষ্ট করা হয়েছে। কয়েক জন আইনজীবী আবার ওই মামলা চালিয়ে নিয়ে যেতে মদত দিচ্ছেন। আদালত এই আচরণ কোনও ভাবেই বরদাস্ত করবে না। মামলার শুনানি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে বিচারপতি ঘোষ বলেন, ‘‘২৫ মিনিট ধরে শুনানি হওয়ার পরে আদালতকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলাকারীর জরিমানা হওয়া উচিত।’’ পরে দেখা যায় বিচারপতি ওই মামলাকারীকে ৫০ হাজার টাকার জরিমানার নির্দেশ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement