Kalyani Medical College

‘থ্রেট কালচার’! কল্যাণী মেডিক্যালের ৪১ জন পড়ুয়ার সাসপেনশনে স্থগিতাদেশ হাই কোর্টের

গত ১৭ সেপ্টেম্বর কল্যাণী মেডিক্যালের ৪১ জন পড়ুয়ার বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ দায়ের হয়েছিল কলেজ কর্তৃপক্ষের কাছে। ১৯ সেপ্টেম্বর তাঁদের সকলকে সাসপেন্ড করেন কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৮:০৪
Share:
High Court gave stay order to the suspension of 41 students of Kalyani Medical College

গত ১৯ সেপ্টেম্বর থেকে সাসপেন্ড ছিলেন ৪১ জন পড়ুয়া। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আরজি কর, উত্তরবঙ্গ, বর্ধমান মেডিক্যাল কলেজের পরে এ বার কল্যাণী মেডিক্যাল কলেজ। থ্রেট কালচারে অভিযুক্ত ৪১ জন পড়ুয়াকে সাসপেন্ড করেছিলেন কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। সাসপেন্ড হওয়া ছাত্রদের পক্ষে আদালতে ভার্চুয়াল শুনানিতে সওয়াল করলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মঙ্গলবার কল্যাণীর পড়ুয়াদের মামলার শুনানি ছিল। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেন কল্যাণ। শুনানি শেষে বিচারপতি সাসপেনশনের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী বছরের ৮ জানুয়ারি।

গত ১৭ সেপ্টেম্বর কল্যাণী মেডিক্যালের ৪১ জন পড়ুয়ার বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ দায়ের হয়েছিল কলেজ কর্তৃপক্ষের কাছে। ১৯ সেপ্টেম্বর তাঁদের সকলকে সাসপেন্ড করেন কর্তৃপক্ষ। তাঁদের ক্লাস করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। মঙ্গলবারের অন্তর্বর্তী নির্দেশের ফলে আগামী শুনানি পর্যন্ত এই ৪১ জন পড়ুয়ার স্বাভাবিক পঠনপাঠনে আর কোনও বাধা রইল না।

Advertisement

কল্যাণী মেডিক্যাল কলেজের মামলাটি মঙ্গলবার আদালতে উঠবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কল্যাণ যে হেতু সংসদের শীতকালীন অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন, তাই তিনি সওয়াল করতে পারবেন কি না, তা নিয়েও জল্পনা ছিল। কিন্তু সংসদের কাজ মিটিয়ে বিকালে ভার্চুয়াল মাধ্যমে সওয়াল করেন কল্যাণ। উল্লেখ্য, বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়ুয়াদের হয়ে তিনিই পর পর মামলাগুলি লড়ছেন। তাঁর কথায়, ‘‘যে ভাবে কোনও কিছু না দেখে গণহারে বেছে বেছে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্তদের সাসপেন্ড করা হয়েছে, এটাই সবচেয়ে বড় থ্রেট কালচার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement