Abhijit Ganguly

কবিতার প্রথম লাইন ‘এপাং ওপাং ঝপাং...’ হলে কেউ পড়বে? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এই কবিতার লাইন উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিরোধীরা। এ বার একটি বেসরকারি অনুষ্ঠানে বিচারপতির এ হেন মন্তব্য ঘিরে তাই চর্চা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ০৭:০৯
Share:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারে রাখা কিছু বইয়ের মান নিয়েও এ বার প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির এক অনুষ্ঠানে বিচারপতি বলেন, ‘‘কবিতার প্রথম লাইন ‘এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং’। এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে? আমার মনে হয় কেউ পড়বে না।’’

Advertisement

এর আগে এই কবিতার লাইন উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিরোধীরা। এ বার একটি বেসরকারি অনুষ্ঠানে বিচারপতির এ হেন মন্তব্য ঘিরে তাই চর্চা শুরু হয়েছে।

ওই অনুষ্ঠানে বিচারপতি আরও বলেন, ‘‘এই অখাদ্য জিনিসগুলো গ্রন্থাগারে রাখবেন না, এটা আজ বলার সময় এসেছে। অখাদ্য বই সরবরাহ হয় সরকারি গ্রন্থাগারে, তা পড়তে কোনও মনুষ্য সন্তান সেখানে যাবে না। এই বই কিনলে তবেই সাহায্য পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। এ ধরনের বই সরবরাহ হলে উইপোকা ছাড়া কারও সুবিধা হবে না।’’

Advertisement

এ দিন বিচারপতি বইয়ের লেখক হিসাবে কারও নাম না বললেও খোদ মুখ্যমন্ত্রীই তাঁর নিজের লেখা কবিতা প্রসঙ্গে এর আগে বলেছিলেন, ‘‘ভাল চিন্তা মানুষকে বিকশিত করে। এখন দেখি, এই লেখা নিয়ে কেউ কেউ বলেন।... তবে ভাবতে বলব। আপনি যখন বাচ্চার জন্য কিছু তৈরি করবেন, তখন আপনাকে প্রথমে বাচ্চা সাজতে হবে। মনটা হতে হবে বাচ্চার মতো।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement