পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। ফাইল ছবি।
রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। ২৩ নভেম্বর, মঙ্গলবার রাজভবনে দেখা করতে বলা হয়েছে তাঁকে। আসন্ন পুরভোট নিয়ে আলোচনার জন্যই ডেকে পাঠানো হয়েছে রাজ্যের নির্বাচন কমিশনারকে। সোমবার সকালে একটি টুইট করে ধনখড় নিজেই এ কথা জানিয়েছেন।
পশ্চিমবঙ্গে এখন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। মঙ্গলবার তাঁকেই রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। রাজ্যের আসন্ন পুরভোটের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করতে চান রাজ্যপাল। সে জন্যই তিনি ডেকে পাঠিয়েছেন কমিশনারকে। সেই সঙ্গে সংবিধানের দু’টি ধারার কথা সোমবারের টুইটে উল্লেখ করেছেন রাজ্যপাল। ‘২৪৩কে’ এবং ‘২৪৩জেডএ’— সংবিধানের এই দু’টি ধারাতে রয়েছে পুরভোট সম্পর্কিত সাংবিধানিক নির্দেশ।