Nusrat Jahan

Nusrat Jahan: সাংসদ নুসরত কি এলাকায় ফিরছেন? বসিরহাটে বৈঠকে যেতে পারেন শনিবার

দীর্ঘদিন রাজনীতির ময়দানে দেখা মেলেনি তাঁর। এ বার ফের তাঁর দেখা পেতে চলেছেন বসিরহাটবাসী। এলাকায় যাচ্ছেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ০০:৩৯
Share:

নুসরত জাহান।

দীর্ঘদিন রাজনীতির ময়দানে দেখা মেলেনি তাঁর। বরং ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকতে দেখা গিয়েছিল তাঁকে। এ বার ফের তাঁর দেখা পেতে চলেছেন বসিরহাটবাসী। এলাকায় যাচ্ছেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান।
সূত্রের খবর, হিঙ্গলগঞ্জ কলেজের পরিচালন সমিতির একটি বৈঠকে শনিবার যোগ দিতে পারেন তিনি। ওই দিন দুপুর ১২টায় ওই বৈঠক শুরু হওয়ার কথা। তাঁর নিরাপত্তার বিষয়েও জোর দিচ্ছে পুলিশ-প্রশাসন। বসিরহাটের সাংসদ হওয়ার জন্য নিয়ম অনুযায়ী নুসরত ওই কলেজের পরিচালন সমিতির সদস্য। সেই সূত্রেই তিনি কলেজের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সম্প্রতি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। তাঁর সন্তানের বাবার পরিচয় নিয়ে নানা কু-মন্তব্যের শিকার হতে হয়েছে তাঁকে। প্রথমে স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের খবর এবং তারপর তাঁর সন্তানসম্ভবার খবরে সমালোচনায় জেরবারও হতে হয়েছে। ওই সময়টি সে ভাবে কোনও রাজনৈতিক কাজের সঙ্গে তাঁকে যুক্ত হতে দেখা যায়নি। একপ্রকার অনেকেই ধরে নিয়েছিলেন যে তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আনতেই চাইছেন। ওই কঠিন পরিস্থিতিতে নিজের মতো করেই সময় কাটিয়েছেন তিনি। নিজের মতো করেই সমালোচকদের জবাব দিয়েছেন। এ বার বসিরহাটের ওই কলেজের বৈঠকে যোগ দিতে যাওয়ার খবর নুসরতের রাজনীতির কাজে ফেরারই ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

ছেলে ঈশানের জন্ম দেওয়ার পর সম্প্রতি অবশ্য অভিনয়েও ফিরতে চলেছেন তিনি। অক্টোবরে পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর আগামী ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’তে ‘রাকা’ চরিত্রে দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement