BSF

মাঝরাতে কৃষ্ণনগরে বায়ুসেনার হেলিকপ্টার! চিকিৎসার জন্য জখম জওয়ানকে উড়িয়ে আনা হল কলকাতায়

কাজ সহজ ছিল না। একে রাতের অন্ধকার, তার উপর অচেনা হেলিপ্যাডে এই অভিযানে কিছুটা ঝুঁকি নিয়েই নেমেছিল বায়ুসেনা বাহিনী। শেষ পর্যন্ত অবশ্য ওই জওয়ানকে কলকাতায় পৌঁছে দিতে পেরেছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৭
Share:

এয়ার অ্যাম্বুল্যান্সে যথাসময়ে জখম জওয়ানকে পৌঁছে দেওয়া হয় গন্তব্যে। নিজস্ব চিত্র।

এক বিএসএফ জওয়ানকে বাঁচাতে রাত দুপুরে নদিয়ার কৃষ্ণনগরে হাজির হল ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার।

Advertisement

শনিবার কৃষ্ণনগরের ১৪১ নম্বর ব্যাটেলিয়নের এক কনস্টেবল শাবির আহমেদ ওয়ানি একটি অভিযান চলাকালীন গুরুতর আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসার জন্য কৃষ্ণনগর থেকে কলকাতায় নিয়ে আসার প্রয়োজন পড়ে। গুরুতর জখম শাবিরকে সড়ক পথে শহরে আনার মতো সময় ছিল না। সাহায্য চেয়ে খবর দেওয়া হয় বায়ুসেনাবাহিনীকে। এর পরই বায়ু সেনাবাহিনী তাদের এমআই ১৭ ভি-৫ এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে পৌঁছে যায় কৃষ্ণনগরে।

বায়ুসেনাসূত্রে অবশ্য জানানো হয়েছে, কৃষ্ণনগরে ওই উদ্ধারকাজ সহজ ছিল না। একে রাতের অন্ধকার, তার উপর অচেনা হেলিপ্যাডে এই অভিযানে কিছুটা ঝুঁকি নিয়েই নেমেছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য সফল ভাবেই ওই জখম জওয়ানকে কৃষ্ণনগর থেকে কলকাতায় পৌঁছে দিতে পেরেছে বায়ুসেনা বাহিনীর ১৫৭ নম্বর হেলিকপ্টার ইউনিট।

Advertisement

বায়ুসেনার ওই এয়ার অ্যাম্বুল্যান্সেই ছিল মেডিক্যাল টিম। এ ছাড়া অভিজ্ঞ ক্রু সদস্যরাও নিরাপদে জখম ওই সেনা জওয়ানকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিতে পেরেছে বলে জানানো হয়েছে বিএসএফের তরফে। বায়ুসেনা দীর্ঘদিন ধরেই তাদের ‘পিপল ফার্স্ট মিশন অলওয়েজ’-এর অধীনে মানুষের প্রয়োজনে কাজ করে আসছে। বন্যাত্রাণ থেকে শুরু করে দুর্যোগে আটকে পড়া মানুষকেও ভারতীয় বায়ুসেনা উদ্ধার করেছে বহুবার। এ বারও সেই অভিযানেই বিএসএফের ওই জখম সেনাকে উদ্ধার করল বায়ুসেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement