গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসইএল)-এ দু’টি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। বছরের শুরুতেই এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগের জন্য কর্মী চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ এবং অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার-২ পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৪। সংস্থার মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজের সুযোগ মিলবে। প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। এর পরে শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।
উভয় পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় রয়েছে। প্রথম বছরে দু’টি পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা। দ্বিতীয় বছরে পারিশ্রমিক বেড়ে হবে মাসে ৩০,০০০ টাকা।
উভয় পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিন্ন ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
দু’টি পদেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। পদগুলিতে আবেদনের জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৩০ জানুয়ারি। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।