৫০০ গ্রাম ব্রাউন্ড সুগার-সহ ধৃত ৩ দুষ্কৃতী। —নিজস্ব চিত্র।
সপ্তম দফা ভোটের আগে ফরাক্কায় ৫০০ গ্রাম ব্রাউন্ড সুগার-সহ ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানা এলাকায় অভিযুক্তদের কাছ থেকে আনুমানিক ৭-৮ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার ধৃতদের বহরমপুর কোর্টে তোলা হয়েছে।
শুক্রবার সকালে একটি সাংবাদিক বৈঠকে ফরাক্কা থানার পুলিশ আধিকারিক অসীম খান জানান, ধৃতদের নাম প্রতাপ মণ্ডল, মিহির মণ্ডল এবং সুরজিৎ রায়। ধৃতদের প্রত্যেকের বাড়ি মালদা জেলার বৈষ্টমনগর এলাকায়। তিনি বলেন, “গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফরাক্কা থানার নিউ ফরাক্কা এলাকায় নাকা চেকিং চালানো হয়। সে সময় পুলিশকর্মীরা ৩ জনের কাছ থেকে ৫০০ গ্রাম ব্রউন্ড সুগার উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাঁদের গ্রেফতার করা হয়।”
নীলবাড়ির লড়াইয়ের সপ্তম দফায় আগামী ২৬ এপ্রিল, সোমবার ফরাক্কা বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে এই বিপুল পরিমাণ ব্রাউন্ড সুগার উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।