—ফাইল চিত্র
রাজ্যে বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। চলতি মাসেই আলাদা দল করে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি। বিভিন্ন আদিবাসী সংগঠন তাঁর নতুন দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও তাঁর দাবি।
কোন কোন সংগঠন তাঁর দলের সঙ্গে জোট করবে, তা অবশ্য খোলসা করেননি আব্বাস সিদ্দিকি। তিনি বলেন, ‘‘আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও কথা হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে দল ঘোষণা করা হবে। ২০২১-এ জোটবদ্ধ ভাবে লড়াই হবে।’’
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা লক্ষ্মী হাঁসদা অবশ্য জানিয়েছেন, ইতিমধ্যেই আব্বাস সিদ্দিকির সঙ্গে তাঁদের কয়েক দফা আলোচনা হয়েছে। ৯ ডিসেম্বর তাঁরা ঝাড়খণ্ডে কেন্দ্রীয় কমিটির সঙ্গে জোটের কথাবার্তা বলতে যাচ্ছেন। এ দিন লক্ষ্মীর নেতৃত্বে সংবিধান রক্ষা ও নতুন কৃষি আইন বাতিলের দাবিতে এবং দিল্লির কাছে কৃষক আন্দোলনের সমর্থনে জাঙ্গিপাড়ার সীতাপুর থেকে চণ্ডীতলার পাঁচতারা হয়ে জগৎবল্লভপুর পর্যন্ত মিছিল হয়। ভারতীয় আদিবাসী একতা মঞ্চ, গণতন্ত্র রক্ষা মঞ্চ-সহ কয়েকটি সংগঠন মিছিলে শামিল হয়েছিল।
আব্বাস সিদ্দিকিদের সম্ভাব্য জোট নিয়ে বিশেষ মন্তব্য করতে চাননি জাঙ্গিপাড়ার তৃণমূল
বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক দেশে যে কেউ দল গঠন করতে পারেন। আমার কিছু বলার নেই।’’