Water Supply

হাওড়ায় স্বাভাবিক হল না জল সরবরাহ

পুজোর সময়ে হাওড়া শহরে যাতে জলসঙ্কট না হয়,  তার জন্য গত মঙ্গলবার পদ্মপুকুর জল প্রকল্পের পাইপলাইন-সহ ভূগর্ভস্থ জলাধারের চার জায়গায় একযোগে মেরামতি শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ০৩:৫৬
Share:

ফাইল চিত্র।

হাওড়ায় জল সরবরাহ স্বাভাবিক হল না বুধবারেও। এ দিন শহরের অধিকাংশ জায়গায় জল না পেয়ে প্রবল ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। প্রসঙ্গত, চারটি জায়গায় একসঙ্গে মেরামতির কারণে মঙ্গলবার সন্ধ্যায় জল সরবরাহ বন্ধ করেছিল পুরসভা। বলা হয়েছিল, বুধবার সকালে সরবরাহ স্বাভাবিক হবে। কিন্তু দেখা যায়, পদ্মপুকুর জল প্রকল্প থেকে দিনের যে তিন সময়ে জল দেওয়া হয়, এ দিন বহু এলাকায় তা হয়নি।

Advertisement

পুজোর সময়ে হাওড়া শহরে যাতে জলসঙ্কট না হয়, তার জন্য গত মঙ্গলবার পদ্মপুকুর জল প্রকল্পের পাইপলাইন-সহ ভূগর্ভস্থ জলাধারের চার জায়গায় একযোগে মেরামতি শুরু হয়। পুরসভা জানিয়েছিল, শুধু মঙ্গলবার সন্ধ্যায় জল সরবরাহ বন্ধ থাকবে। এ দিন জানানো হয়, গত তিন বছর ধরে টিকিয়াপাড়ায় পাইপের ভাল্‌ভে ছিদ্র থাকায় সেটি পাল্টানো হয়েছে। এ ছাড়া, কাঁকড়াপাড়া লেনে পাইপে ছিদ্র থাকায় জল অপচয় হচ্ছিল। একই ভাবে ড্রেনেজ ক্যানালের মূল পাইপলাইনের ছিদ্র দিয়ে জল বেরোনো বন্ধ করতে মেরামতির প্রয়োজন ছিল। অন্য দিকে, কোনা ভূগর্ভস্থ জলাধারের দেওয়ালে ফাটল থাকায় সেখান দিয়েও জল বেরিয়ে যাচ্ছিল। চারটি কাজ একসঙ্গে শেষ করা হয়েছে।

কিন্তু বুধবার বহু এলাকায় জল সরবাহ করা গেল না কেন? হাওড়া পুরসভার এক পদস্থ কর্তা বলেন, ‘‘পুরো প্রকল্প বন্ধ করে ফের চালু করার সময়ে পাইপলাইনে জল ভরতে সময় লাগে। বুধবার সকালের মধ্যে সব পাইপলাইন না ভরায় সমস্যা হয়েছে। ৩৮, ৪২ নম্বর ওয়ার্ড-সহ কয়েকটি এলাকা থেকে জলসঙ্কটের খবর এসেছে। আশা করছি, রাতের মধ্যে সমস্যা মিটে যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement