Gondalpara

কাজ শুরু হল গোন্দলপাড়ায়

মিলের শ্রমিক, তথা মিলের পিএফ ট্রাস্টি বোর্ডের সদস্য রাজেশ জয়সোয়ারা বলেন, ‘‘আমরা চাইছি, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে শুধুমাত্র শ্রমিক স্বার্থে মিলের উৎপাদন নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া হোক। প্রতিদিন কাঁচাপাট মিলে ঢুকছে। কাজও শুরু হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দননগর শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ০৫:৪২
Share:

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। রবিবার সকালে। ছবি: তাপস ঘোষ

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর রবিবার থেকে চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে উৎপাদন শুরু হল। খুশির হাওয়া শ্রমিক মহল্লায়। মিলের পদস্থ কর্তা শম্ভু পাল বলেন, ‘‘বহুদিন বন্ধ থাকায় বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে গিয়েছিল। সব কিছু সারিয়ে পুরোমাত্রায় উৎপাদনে ফিরতে আমাদের এখনও দু’সপ্তাহ অন্তত সময় লাগবে। পর্যায়ক্রমে মিলের এক একটি বিভাগে কাজ শুরু হবে। বিধি অনুয়ায়ী উৎপাদন চালু করতে সরকারি বিভিন্ন দফতরের অনুমতি লাগে। সেই সব প্রক্রিয়াও এর মধ্যেই সম্পূর্ণ হয়েছে। ভিন্‌ রাজ্য থেকে শ্রমিকেরা ফিরতে শুরু করেছেন।’’

Advertisement

সব শ্রমিক সংগঠনই জুটমিলটি খোলার দাবি তুলছিল দীর্ঘদিন ধরে। মিলের শ্রমিক, তথা মিলের পিএফ ট্রাস্টি বোর্ডের সদস্য রাজেশ জয়সোয়ারা বলেন, ‘‘আমরা চাইছি, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে শুধুমাত্র শ্রমিক স্বার্থে মিলের উৎপাদন নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া হোক। প্রতিদিন কাঁচাপাট মিলে ঢুকছে। কাজও শুরু হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement