কুয়াশার চাদরে হাওড়া। নিজস্ব চিত্র।
গোটা রাজ্যের মতো সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল হাওড়া স্টেশন চত্বরও। ফলে সকাল থেকে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচলে বেশ অসুবিধা হয়। লোকাল এবং দূরপাল্লার সব ট্রেনই নির্ধারিত সময়ের থেকে পরে হাওড়া স্টেশনে ঢুকেছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ট্রেন ধীরে চলছে। সিগন্যাল দেখতেও সমস্যা হওয়ায় ট্রেন দেরিতে প্ল্যাটফর্মে ঢুকেছে। তবে বেলার দিকে কুয়াশা কিছুটা কেটে যাওয়ার পর পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়।
কুয়াশার জেরে শুধু ট্রেন চলাচলই নয় সড়ক পরিবহণেও প্রভাব পড়ে। সকালের দিকে হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু-সহ অন্য রাস্তাগুলিতেও যানবাহনের গতি ছিল অন্য দিনের থেকে মন্থর।