গ্রিল ভেঙে চুরি। নিজস্ব চিত্র।
বাড়ি ফাঁকা থাকার সুযোগে জানালার গ্রিল কেটে গয়না এবং নগদ টাকা নিয়ে পালিয়ে গেল চোর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলায়।
ওই বাড়িতে একাই থাকেন দীপ্তি পাল। তাঁর দুই মেয়ে।বড় মেয়ে শেলির বিয়ে হয়েছে সল্টলেকে। ছোট মেয়ে সোনালি থাকেন চুঁচুড়া স্টেশনের কাছে ময়নাডাঙায়। শরীর খারাপ হওয়ায় ওই বৃদ্ধা গত ২ সপ্তাহ ধরে ছোট মেয়ের বাড়িতে থাকছিলেন। তাঁর বাড়িতে রাতে থাকছিলেন পরিচারিকা।
বৃহস্পতিবার রাতে ওই পরিচারিকা চন্দননগরে বিয়েবাড়ি গিয়ে রাতে আর ফেরেননি। ফলে বাড়ি ফাঁকাই ছিল। সেই সময়ই চুরির ঘটনা ঘটে বলে অনুমান পুলিশের। শুক্রবার ফিরে পরিচারিকাই চুরির খবর দেন দীপ্তি পালকে। তার পর অভিযোগ জানানো হয় পুলিশে। দীপ্তি জানিয়েছেন, বাড়িতে তাঁর বড় মেয়ের কিছু গয়না ও একটি হিরে রাখা ছিল। লকডাউনে ট্রেন বন্ধ থাকায় আসতে পারেননি মেয়ে। সেই হিরেটা চুরি যাওয়ায় মন খারাপ ওই বৃদ্ধার।
এই ঘটনায় চুঁচুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।পরিচারিকার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।