দূরত্ববিধি মেনে রেশন বিলি উলুবেড়িয়ায়। মে থেকেও এই বিধি রক্ষার উদ্যোগ চলছে। ছবি: সুব্রত জানা
চাল আসছে বিপুল। আগামী মে থেকে জুলাই— তিন মাস নিখরচায় বাড়তি চাল (কার্ডপ্রতি পাঁচ কেজি) পাবেন রেশন গ্রাহকেরা। কিন্তু তাঁরা নেবেন কী ভাবে? ডিলাররাই বা দেবেন কোন পদ্ধতিতে? রেশন দোকানের ভিড় এড়াতে পাড়া ধরে রেশন বিলির সিদ্ধান্ত নিল হাওড়া জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের এক কর্তা জানান, দেখতে হবে সব গ্রাহক যেন একসঙ্গে না-আসেন। ডিলারদের বলা হয়েছে এক-একটি পাড়া ধরে রেশনের খাদ্যসামগ্রী দেওয়া হয়। সেটা আগে থেকে গ্রাহকদের জানিয়ে দিতে হবে। ভিলেজ পুলিশ, গ্রামসম্পদ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা রেশনে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি দেখভাল করবেন।
রাজ্যে রেশন গ্রাহকদের মধ্যে ভাগ আছে। উলুবেড়িয়ার এক ডিলার জানান, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা অন্ত্যোদয় অন্ন যোজনার (এএওয়াই) কার্ডধারীরা এই পর্বে সবচেয়ে বেশি চাল পেতে চলেছেন। বর্তমানে পরিবারপ্রতি তাঁদের মাসে ১৫ কেজি চাল এবং ২০ কেজি আটা দেওয়া হয়। এর সঙ্গে কার্ডপ্রতি আরও পাঁচ কেজি করে চাল দেওয়া হবে। এই বিপুল পরিমাণ চাল নিতে গ্রাহক একা আসবেন না, ধরেই নেওয়া যায়। তা ছাড়া, ওই পরিমাণ চাল-আটা ওজন করতে ডিলার বা তাঁর কর্মীদের সময় লাগবে। খাদ্যশস্য মজুত করার জন্য বাড়তি জায়গাও লাগবে। এ সব নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে ডিলারদের বৈঠক চলছে।
রাজ্যের রেশন ডিলারদের সংগঠনের জেলা সভাপতি বিকাশ বাগ বলেন, ‘‘আমরা নিয়মিত প্রশাসনের সঙ্গে বৈঠক করছি। সকলের মিলিত উদ্যোগে কাজটি সুষ্ঠু ভাবে করা যাবে বলেই মনে করি।’’ জেলা প্রশাসনের এক কর্তা জানান, ডিলারদের কোনও ক্লাব বা রাজনৈতিক দলের কার্যালয়কে গুদাম হিসাবে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তাঁরা নিজেদের বাড়িতেই বাড়তি খাদ্যশস্য রাখবেন। নিজেদের বাড়িতে না-জায়গা হলে তাঁদের আত্মীয়দের বাড়িতে রাখতে হবে। পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে।
করোনা আবহে এপ্রিলের মাঝামাঝি কেন্দ্রীয় সরকার ঘোষণা করে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা রেশন গ্রাহকেরা কার্ডপ্রতি পাঁচ কেজি করে চাল বিনামূল্যে মে মাস থেকে তিন মাস ধরে পাবেন। কেন্দ্রের এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য সরকারও ঘোষণা করে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা প্রকল্পের দুই ধরনের গ্রাহকেরাও বিনামূল্যে কার্ডপ্রতি পাঁচ কেজি করে চাল পাবেন। তবে, তাঁরা অন্য সময়ে যে চাল ও গম বা আটা পান, তা পাবেন না।