প্রতীকী ছবি
দিল্লির আত্মীয়ের বাড়ি থেকে ফেরা উত্তরপাড়ার মাখলার একটি পরিবারকে তাঁদের ভাড়াবাড়িতে স্থানীয় বাসিন্দাদের একাংশ থাকতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। কখনও স্টেশন চত্বরে, কখনও খোলা আকাশের নীচে তাদের রাত কাটছে। তারা পুলিশের দ্বারস্থ হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লকডাউনের আগে মাখলার রায়পাড়ার বাসিন্দা সুস্মিতা বাগ এবং তাঁর পরিবারের লোকেরা দিল্লির গাজিয়াবাদে যান। দিন কয়েক আগে সড়কপথে ফেরেন। উত্তরপাড়া হাসপাতালে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। কারও কোনও অসুস্থতা মেলেনি। পুলিশ তাঁদের ভাড়াবাড়িতে পৌঁছে দেয়।
ওই পরিবারের অভিযোগ, বাড়িওয়ালার আপত্তি না থাকলেও আশপাশের লোকেরা তাঁদের ঢুকতে দেননি। মহিলার আবেদন, পুলিশ-প্রশাসন ভাড়াবাড়িতে থাকার ব্যবস্থা করে না দিলে রাস্তায় রাত কাটানো ছাড়া তাঁদের অন্য উপায় থাকবে না।
পুরপ্রধান দিলীপ যাদব বলেন, ‘‘আমি পুলিশকে বিষয়টি ফের দেখার জন্য বলছি।’’ চন্দননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘আমরা স্থানীয় কাউন্সিলরকে ডেকেছি। কী ভাবে ওদেঁর মাথা গোঁজার ব্যবস্থা করা যায় দেখছি।’’