আহত পুলিশকর্মী।
প্রকাশ্যে আড্ডায় বসা যুবকদের দূরত্ব-বিধি মানা এবং মাস্ক পরার কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে আক্রান্ত হলেন উলুবেড়িয়ার রাজাপুর থানার এক এএসআই (অ্যাসিট্যান্ট সাব-ইন্সপেক্টর)এবং এক সিভিক ভলান্টিয়ারের।
শনিবার সকালে রাজাপুরের উত্তর মাগুরখালি গ্রামের কাছে ওই ঘটনা ঘটে। অভিযোগ, আড্ডায় বসা জনাদশেক যুবক ওই দু’জনকে প্রথমে ধাক্কা মেরে তাঁদের মোটরবাইক থেকে ফেলে দেয়। তারপর লাঠি ও ইট দিয়ে মারধর করে। লাঠির আঘাতে মাথা ফাটে সিভিক ভলান্টিয়ার দেবেশ রঞ্জিতের। আহত অবস্থায় দৌড়ে পালান এএসআই রবীন্দ্রনাথ রায়। বাইকটি ভাঙচুর করা হয়। পরে রাজাপুর থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহত সিভিক ভলান্টিয়ার এবং এএসআই-কে উদ্ধার করে বৃন্দাবনপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
তবে, এই ঘটনায় এ দিন সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হাওড়া জেলা (গ্রামীণ) জেলা পুলিশের এক কর্তা জানান, অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজ চলছে।