টুকরো খবর

ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও রিষড়ার আবাসনে লুঠের চেষ্টা এবং বৃদ্ধ গৃহকর্তাকে মারধরের ঘটনায় অভিযুক্ত মহিলাকে ধরতে পারেনি পুলিশ। ওই ঘটনায় ধৃত মনোজ সাউকে মঙ্গলবার শ্রীরামপুর আদালতে তোলা হয়। এসিজেএম নচিকেতা বেরা তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, জেলে ধৃতের টিআই প্যারেড করানো হবে।

Advertisement
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৫ ০২:৫০
Share:

রিষড়ায় বৃদ্ধকে মারধরে অভিযুক্ত যুবতী অধরাই
নিজস্ব সংবাদদাতা • রিষড়া

Advertisement

ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও রিষড়ার আবাসনে লুঠের চেষ্টা এবং বৃদ্ধ গৃহকর্তাকে মারধরের ঘটনায় অভিযুক্ত মহিলাকে ধরতে পারেনি পুলিশ। ওই ঘটনায় ধৃত মনোজ সাউকে মঙ্গলবার শ্রীরামপুর আদালতে তোলা হয়। এসিজেএম নচিকেতা বেরা তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, জেলে ধৃতের টিআই প্যারেড করানো হবে। এসডিপিও (শ্রীরামপুর) সুবিমল পাল জানান, গুরুত্ব দিয়েই ঘটনার তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চলছে। রিষড়া স্টেশনের কাছে একটি ফ্ল্যাটের বাসিন্দা গৌরাঙ্গচন্দ্র দে সম্প্রতি খবরের কাগজে পরিচারিকার জন্য বিজ্ঞাপন দেন। সেই সূত্রে সোমবার দুপুরে পরিচারিকা সেজে এক যুবতী এক যুবককে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে আসে। অভিযোগ, ফ্ল্যাটে ঢুকে দু’জনে লুঠপাটের চেষ্টা করে। বাধা দেওয়ায় সঙ্গে আনা ব্যাগ থেকে হাতুড়ি বের করে বৃদ্ধ গৌরাঙ্গবাবুকে এলোপাথাড়ি মারধর করে তারা। বৃদ্ধ কোনওরকমে বারান্দায় বেরিয়ে এসে চিত্‌কার শুরু করলে যুবতী পালিয়ে যায়। ধরা পড়ে মনোজ। একটি রক্তমাখা হাতুড়ি এবং একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। গৌরাঙ্গবাবু শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিত্‌সাধীন।

Advertisement

প্রার্থী নিয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বাউড়িয়া

পুরভোটে উলুবেড়িয়ায় প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের একাংশের ক্ষোভ সামনে এল। ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী বাছাই নিয়ে মঙ্গলবার বাউড়িয়ার খাজুরি পশ্চিমপাড়ায় তৃণমূল নেতা জাকির হোসেনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। জাকিরের দাবি, “এই এলাকাটি সিপিএমের শক্ত ঘাঁটি। আমরা কয়েক বছরের চেষ্টায় এখানে সংগঠন শক্তিশালী করেছি। আমরা চাই আমাদের এলাকা থেকেই প্রার্থী করা হোক। কিন্তু খবর আছে, পাশের ওয়ার্ড থেকে প্রার্থী করা হচ্ছে। বহিরাগত প্রার্থীকে আমরা মানব না।” উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সুলতান আহমেদ বলেন, “ভুল খবরের ভিত্তিতে বিক্ষোভ হয়েছে। আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। ফলে, এই বিক্ষোভের কোনও যুক্তি নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement