Municipality

পাইপ ফেটে বিপত্তি, জলসঙ্কট উত্তর হাওড়ায়

সোমবার সকালে ওই পাইপ ফেটে যাওয়ায় এই বিপত্তি ঘটে। পুরসভার সরবরাহ করা জল না পেয়ে চরম সমস্যায় পড়েন বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ০৮:০৮
Share:

জল না পেয়ে সমস্যায় পড়েন বাসিন্দারা। — ফাইল চিত্র।

পানীয় জলের পাইপ ফেটে জলসঙ্কট তৈরি হল উত্তর হাওড়া জুড়ে। হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই পাইপ ফেটে যাওয়ায় এই বিপত্তি ঘটে। পুরসভার সরবরাহ করা জল না পেয়ে চরম সমস্যায় পড়েন বাসিন্দারা। তবে এ দিন হাওড়া পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী আশ্বাস দিয়েছেন, আজ, মঙ্গলবার সকাল থেকে উত্তর হাওড়ায় জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

Advertisement

পুরসভা সূত্রের খবর, এ দিন সকাল ১০টা নাগাদ হঠাৎই দেখা যায়, বাঁধাঘাটের কাছে জে এন মুখার্জি রোডে পুরসভার একটি জলের পাইপ ফেটে রাস্তা জলমগ্ন হয়ে গিয়েছে। খবর পেয়েই পাইপ মেরামত করতে চলে আসেন পুরকর্মীরা। রাস্তার যে অংশে পাইপ ফেটে গিয়েছিল, সেই অংশটি ঘিরে দেওয়া হয়। জমা জল ও রাস্তার একাংশ বন্ধ হয়ে যাওয়ায় সকালের ব্যস্ত সময়ে তীব্র যানজটের সৃষ্টি হয় বাঁধাঘাটে। যানজট কাটাতে ঘটনাস্থলে উপস্থিত হন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। তাঁরাই দিনভর ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করেন।

এ প্রসঙ্গে পুরসভার চেয়ারপার্সন বলেন, ‘‘বাঁধাঘাটে পুরসভার জল সরবরাহ করার একটি বড় পাইপে ছিদ্র হয়েছে। তার জন্য জল সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে, সরবরাহ বন্ধ হয়নি। পাইপ মেরামত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জল সরবরাহে কিছুটা সমস্যা থাকলেও মঙ্গলবার সকাল থেকে আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে জল সরবরাহ। বাসিন্দাদের খুব সমস্যা কিছু হয়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement