যোগদান মেলার মঞ্চে বিধায়ক অসিত মজুমদার। নিজস্ব চিত্র
স্বাধীনতা দিবসে কোভিড বিধি উড়িয়ে যোগদান মেলা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে হুগলির চুঁচুড়ায়। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদারও। বিষয়টি নিয়ে জোড়াফুল শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি।
৭৫ তম স্বাধীনতা দিবসে যোগদান মেলার আয়োজন করেছিল তৃণমূল। চুঁচুড়ার ঘড়ির মোড়ে আয়োজন করা হয় ওই মেলার। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি এবং সিপিএমের নেতা এবং কর্মী মিলিয়ে প্রায় ৩ হাজার জন তৃণমূলে যোগদান করেছেন রবিবার। স্থানীয় বিধায়কের উপস্থিতিতে এই কর্মসূচি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, বিজেপি-র অভিযোগ, ওই কর্মসূচিতে কোভিড বিধি মানা হয়নি। মাস্ক না পরেই মঞ্চে তৃণমূল নেতা এবং কর্মীদের ভিড় করতে দেখা গিয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। মঞ্চের সামনে কোভিড বিধি উড়িয়েই ভিড় হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।
বিজেপি নেতা স্বপন পালের কটাক্ষ, ‘‘রাজ্যে কোভিড বিধি চালু আছে। ট্রেন বন্ধ, বাজার বন্ধ। অথচ, কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনৈতিক অনুষ্ঠান করছে শাসক দল।’’
সমালোচনার মুখে পড়ে তৃণমূল বিধায়কের সাফাই, ‘‘কোনও জমায়েত নেই। প্রতিটি দল আলাদা করে আসছে। তাঁদের আলাদা আলাদ করে যোগদান করানো হচ্ছে।’’ মঞ্চে উপস্থিত থেকেও মাস্ক না পরা নিয়ে তিনি বলেন, ‘‘যাঁরা মাস্ক পরেননি, তাঁরা অন্যায় করেছেন। এটা আমি দেখব।’’
মঞ্চের বাইরে সমাবেশ। নিজস্ব চিত্র