প্রতীকী ছবি।
নির্দল প্রার্থীর মেয়েকে গুলি করার অভিযোগ উঠল হুগলিতে। ভোটের দিন, শনিবার তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকায় এই ঘটনা ঘটেছে। নির্দল প্রার্থী পিন্টু সিংহের মেয়ে চন্দনা সিংহকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
স্থানীয় সূত্রে খবর, পিন্টু তৃণমূলেরই কর্মী। কিন্তু দলীয় প্রতীক না পাওয়ায় ১৪৬ নম্বর গ্রাম সংসদ থেকে নির্দল প্রার্থী হিসাবেই লড়ছেন তিনি। পিন্টুর অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূল আশ্রিত এক দল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়ে মারধর করে। গুলি চালানো হয় ছেলে শ্রীমন্ত সিংহের উপর। ছেলে রক্ষা পেলেও গুলি লাগে মেয়ে চন্দনার মাথায়। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তরুণী।
এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। তৃণমূল প্রার্থী দ্বীপ হাঁসদা বলেন, ‘‘আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই। আমার প্রস্তাবক কিছু করে থাকতে পারে। দোষী হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিক।’’