— নিজস্ব চিত্র।
হাওড়ার ডুমুরজলায় তৈরি হচ্ছে ‘খেল নগরী’। ইতিমধ্যে তার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। সোমবার সেই কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখতে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কাজের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে মন্ত্রী বলেন, ‘‘দ্রুত খেল নগরী চালু হয়ে যাবে হাওড়ায়।’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেল নগরী’ প্রকল্প তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকছে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতর। এই ‘খেল নগরী’র আওতায় তৈরি হচ্ছে প্লে গ্রাউন্ড, ফুটবল মাঠ, হকি মাঠ, ওপেন এয়ার জিম, বয়স্কদের আড্ডার জায়গা ও চিলড্রেন পার্ক। তার কাজ কত দূর এগিয়েছে, তা খতিয়ে দেখতে এসেছিলেন অরূপ। সঙ্গে ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, ক্রীড়া দফতরের আধিকারিকেরা, হাওড়া জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। তাঁদের নিয়ে পরে বৈঠক করেন ক্রীড়ামন্ত্রী। বৈঠকের পর অরূপ বলেন, ‘‘প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। দ্রুত খেল নগরী চালু হয়ে যাবে।’’