আরামবাগের চাঁদুর এলাকায় বালি খাদান দখলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বুধবার সকালে। বহিষ্কৃত তৃণমূল নেতা আজিজুলকে বাঁশ দিয়ে মারা হয়। মারধরে গুরুতর আহত আজিজুলকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। নিজস্ব চিত্র
আরামবাগে বালি খাদান দখলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার সময় প্রাক্তন তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের মারধর করা হয় বলে অভিযোগ। খাদানের অফিসে থাকা সিসিটিভিতেই ধরা পড়ে সেই ছবি। ভিডিয়োটি ভাইরালও হয়ে যায়। তারপরই নড়েচড়ে বসে পুলিশ।
আরামবাগের চাঁদুর এলাকায় বালি খাদান দখলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বুধবার সকালে। বহিষ্কৃত তৃণমূল নেতা আজিজুলকে বাঁশ দিয়ে মারা হয়। মারধরে গুরুতর আহত আজিজুলকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
অভিযোগ ওঠে তৃণমূল নেতা কবির মুন্সির লোকজনই হামলা চালিয়েছে আজিজুলের উপর। রাতে এলাকায় হানা দিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন শাহ আলম বাদশা, শেখ লালন, আজিজুল কদর ওরফে হারা ও হাসিবুল মণ্ডল ওরফে কালো। এই ঘটনায় মোট দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
সূত্রের খবর, অভিযুক্তেরা আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারির অনুগামী বলে পরিচিত। যদিও সমীর বলেন, ‘‘আইন আইনের পথেই চলবে। পুলিশ চার জনকে গ্রেফতার করেছে শুনেছি। যারা গ্রেপ্তার হয়েছে, তারা দলের কেউ নয়। ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে পেশ করে পুলিশ।