ফাইল ছবি।
পার্ক সার্কাসে পুলিশকর্মী চোডুপ লেপচার ছোড়া গুলিতে বেঘোরে প্রাণ গিয়েছে হাওড়ার দাশনগরের বাসিন্দা রিমা সিংহের। শনিবার তাঁর মা রিনা সিংহের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রিমার মাকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি, রিমার ভাইয়ের চাকরির ব্যাপারেও তিনি উদ্যোগী হবেন বলে জানিয়েছেন রিনাকে।
শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ পার্ক সার্কাস এলাকার লোয়ার রেঞ্জ রোডে চোডুপের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন রিমা। তিনিই ছিলেন পরিবারের এক মাত্র রোজগেরে। মেয়েকে হারিয়ে অকুলপাথারে হাওড়া দাশনগরের পরিবার। এই পরিস্থিতিতে শোকস্তব্ধ রিনার কাছে ফোন এল মুখ্যমন্ত্রীর। তিনি রিমার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর মৃত তরুণীর মা বলেন, ‘‘দিদি সান্ত্বনা দিলেন। বললেন, তোমার মেয়েকে তো ফিরিয়ে দিতে পারব না, কিন্তু সব রকম ভাবে তোমাদের পাশে থাকব। আমি নিজে যতটা পারব করব। ৫ লক্ষ টাকা দিলেন। আমি বললাম, ছেলের একটা ব্যবস্থা করুন দিদি। সঙ্গে সঙ্গে বললেন, ওর একটা চাকরি করে দেব আমরা। আমার স্বামীর কথাও জিজ্ঞেস করলেন দিদি। আমি বলেছি, দিদি কারখানা ৫ বছর ধরে বন্ধ। দিদি বললেন, তোমার স্বামী কাজ করতে পারেন? আমি হ্যাঁ বলায় দিদি বললেন, একটা ছোট দোকানের ব্যবস্থা আমি করে দিচ্ছি।’’
মুখ্যমন্ত্রীর ফোনের পরই রিমার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা পাঠিয়েছেন। ভাইয়ের বায়োডেটা চেয়ে পাঠিয়েছেন, যাতে তাঁকে হোমগার্ডের চাকরি করে দেওয়া যায়। অরূপ বলেন, ‘‘আমরা ওই পরিবারের পাশে আছি।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।